• বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
  • ||

 প্রতিবন্ধীদের পাশে খাদ্যসামগ্রী নিয়ে ‘গ্রিন লক্ষ্মীপুর’ 

প্রকাশ:  ২২ এপ্রিল ২০২২, ২০:৩১
লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে কোরআনে হাফেজ ও প্রতিবন্ধীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) জুমার নামাজের পর স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন লক্ষ্মীপুরের উদ্যোগে শহরের চক বাজার জামে মসজিদ, তিতাখাঁ মসজিদ ও দায়রা বাড়ি মসজিদের সামনে প্রতিবন্ধীদেরকে খাদ্য সামগ্রী দেওয়া হয়। এর আগে বিভিন্ন এলাকায় কোরআনে হাফেজদের বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেন সংগঠনটির পরিচালক এ আর বিপ্লব হোসেন।

আয়োজকরা জানায়, গ্রিন লক্ষ্মীপুর সংগঠন থেকে প্রতিবছর রমজানে নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ পোশাক বিতরণ করা হয়। এবার ৫ ধাপে কোরআনে হাফেজ, প্রতিবন্দ্বীসহ নিম্ন আয়ের সহস্রাধিক মানুষকে ইফতার সামগ্রী দেওয়া হয়েছে। প্রতিটি প্যাকেটে চাল, ডাল, ছোলা ও চিনিসহ বিভিন্ন খাদ্য সামগ্রী রয়েছে। শেষ রমজান পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর

    স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন লক্ষ্মীপুরের সভাপতি আব্দুর রহমান বিপ্লব বলেন, রমজানে প্রতিবন্ধী, অসহায় ও নদী ভাঙনে সর্বহারা মানুষগুলোর পাশে দাঁড়ানো আমাদের সকলের কর্তব্য। অসহায় মানুষগুলোকে খুঁজে তাদের জন্য এক সপ্তাহের খাবারের ব্যবস্থা করা হয়েছে। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

    পূর্বপশ্চিম- এনই

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close